গান: মিছিল আর কবিতার বন্ধন চাই
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
মিছিল আর কবিতার বন্ধন চাই
নইলে যে যৌবন জীবনের আজ
মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই ॥
কলমকে আজ করো হাতিয়ার
হাতিয়ার করে নাও কলম সবার
কবি ও কর্মী মিলে দুঃসাহসের
আগুন ঝরাই আগুন ঝরাই ॥
কবিতার খাতা হোক পোস্টার
পোস্টারে লেখা থাক কবিতা
সমস্ত আঙ্গিক অন্ত্যমিলে
মিশে যাক সংগ্রাম স্বাধীনতা।
সাহসীরা আজ এসো কবিতা লিখি
কবিরাও এক হয়ে শ্লোগান শিখি
কালো সে কালিতে এসো দুঃসাহসের
রক্ত মিশাই রক্ত মিশাই ॥