গান: যদি বাংলার জমিন হয় কারবালা
কথা ও সুর: তারিক মুনাওয়ার
যদি বাংলার জমিন হয় কারবালা
আমরা হব হুসাইন
বুকের রক্ত দিয়ে করবো কায়েম
আল্লাহর দীন ॥
মুসলিম চেহারার মুনাফিক আজ
ভরেছে এ দেশ ভরেছে সমাজ
কাফেরের হাতে শুধু মার খায়
তবুও ফেরে না হুঁশ লাজ
মুসলিম কাউকে করে না ভয়
কখনো হবে না বিলীন ॥
আল্লাহ ও তার মাঝে নেই এত ভয়
যত ভয় আছে তাগুতের
মুসলিম কখনো ডরে না কারো
অনুগত হয় না কভু শয়তানের।
শত কারবালা জন্ম দেয়
জিন্দাদীল শত মুজাহিদ
জীবনের মায়া মুমিনের নাই
বাঁচলে গাজী সে মরলে শহীদ
কাফের মরে শতবার
ভয়ে ভয়ে দোজাহান হয় তার নীড় ॥