গান: যে ধরাতে নয় রে কায়েম
কথা: কে এম মুনীর হুসাাইন
সুর: জাফর সাদেক


যে ধরাতে নয় রে কায়েম
সেই বিধাতার মহান দীন
ঈদ আনন্দ হবে কি পূর্ণ
সেই ঈদ হবে ঈর্ষাহীন ॥

ওই খুশি তো নয় রে খুশি
নেই যেখানে খোদার রশি
তবে আবার ঈদ কী হবে
এই আয়োজন অর্থহীন ॥

এক কাতারে ঈদগাহেতে
পারবে যখন সব দাঁড়াতে
হবে পূরণ ঈদের খুশি
হিংসা বিবাদ দ্বন্দ্বহীন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *