গান: রক্তই মূলত শক্তি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রক্তই মূলত শক্তি
রক্তে রক্তে দেশ ছেয়ে গেলে তারপর
এসে যায় জনতার মুক্তি ॥
আমাদের মন আজ ইস্পাত-সম খরশান
আমাদের চোখ আজ আগুনের মত লেলিহান
যত থাক বাধা ভয় যত থাক দুশমন
মৃত্যুর সাথে নেই চুক্তি ॥
রক্তই মূলত জীবনের উত্তাল অগ্নিশিখা
অবিনাশী সত্তার উদ্ধত শপথের রক্তলেখা ।
আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ
গড়ে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ
জান প্রাণ যত কিছু দিয়ে শেষে করে গেছে
শাশ্বত বিজয়ের উক্তি ॥