গান: রমজানেরই রোজার শেষে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
রমজানেরই রোজার শেষে
ঐ শাওয়ালের চাঁদ
বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ
কাটে না বুঝি আজ।
খুশি খুশি মন মানে না বারণ
লাগছে কী যে ভাল
চারদিকে ধুম চোখে নেই ঘুম
এই বুঝি ভোর হলো।
সকল কালিমা মুছে ফেলে
আসুক নয়া প্রভাত।
উঁচু নীচু সাদা কালো সব একাকার
সাম্যের এ বারতা জানাও আবার।
সব ভেদাভেদ হিংসা ভুলে
বাসবো সবাই ভাল
হাতে রেখে হাত আলিঙ্গনে
ভুলবো সকল কালো।
মাটির পৃথিবী ধন্য পেয়ে
জান্নাতী সওগাত।