গান: রমজানের এই পবিত্রতা
কথা: সুমন শামস
সুর: সুমন আজীজ


রমজানের এই পবিত্রতা রক্ষা করতে হবে
এলো রমজান মাস রজমান মাস
এসো ভাই মিলবো আজ এক কাতারে সবে ॥

অক্ষমতার অজুহাতে পথের পাশে রেস্তোরাঁতে
খাবো না কেউ অগোচরে ঐ আল্লাহকে ভয় করে
দিনের বেলা ক্ষুধার জ্বালা সইবো আজ নীরবে ॥

ঘূনে ধরা সমাজটাতে অশ্লীলতা শক্ত হাতে
প্রতিরোধ আজ করবো সবাই পশুত্বকে করবো জবাই
কোরআন পাকের প্রতিফলন ঘটাবো বাস্তবে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *