গান: রমজানের এই রোজা পালন
কথা: এ. কে. এম নাজির আহমদ
সুর: তারিক মুনাওয়ার


রমজানের এই রোজা পালন
আল্লাহ তায়ালার হুকুম পালন ॥

দেখতে হবে কে যে মুমিন
দেখতে হবে কে যে কমিন
তাই তো সবার খানা বারণ
তাই তো সবার পিনা বারণ ॥

ব্যস্ত মশগুল ফেরেশতাগণ
খুলে দিয়ে জান্নাত তোরণ
দাঁড়িয়ে আছে সর্বক্ষণ যে
বলছে শোন আহলান সাহলান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *