গান: রহমত বরকত মাগফিরাতের
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এ যে
শ্রেষ্ঠ অবদান ॥
শারদুল হতে দীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান ॥
রমজান হলো ঢালের মতো
রুখবে বিপদ আপদ যতো
শক্তি অফুরান ॥
রমজান সে তো খোদার তরে
পুরস্কার ও অকাতরে
দেবেন রহমান ॥
যাকাত যেমন সব জিনিসের
রোজা তেমন যাকাত দেহের
রাসূলের ফরমান ॥