গান: রাত পোহালে ঈদ
কথা: আসাদ বিন হাফিজ
সুর: দিদারুল ইসলাম
রাত পোহালে ঈদ
তাড়াও চোখের নিদ,
খুশির ছটা বুকে নিয়ে
দূর করে দাও জিদ।
আজকে বাসো ভাল
তাড়াও মনের কালো
মিষ্টি চাঁদের হাসি দেখে
হৃদয় কর আলো।
নিজকে নিজে গড়
বিশ্বটাকে পড়
ঈদের খুশির খুশবো মেখে
হৃদয় কর বড়।