গান: রাসূল এসেছিলে এ ধরায়
কথা ও সুর: সাইফুল্লাহ মানছুর

রাসূল এসেছিলে এ ধরায়
চলেও গেছ কিভাবে ভুলিব
আমি তোমায় বলো
তোমার অদেখায় আমার এ হৃদয়
আজকে হলো ব্যাকুল
চোখে জমেনি মেঘ নামে বরষা
তবুও কেন মন রলো ব্যাকুল ॥

হৃদয় বীণা আজ বাজে না
তোমার বিরহ সহে না
সাহারা কবে হবে নদী আকুল ॥

পলাশ শিমুলেরা ফোটে না
যমুনা মেঘনা বহে না
তোমার বিরহে সবই আকুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *