গান: রোজার চাঁদ ঐ হাসে দূরে
কথা: সুমন শামস
সুর: মশিউর রহমান


রোজার চাঁদ ঐ হাসে দূরে
ফজিলতের সপ্ত সুরে
খুশি খুশি তাই সবখানে
কোরআনের মাস এই রমজানে ॥

সফলতা শপথ লয়ে
এ মাস এলো পুণ্য বয়ে
পূত প্রেমের শিহরণে
প্রশান্ত সুখ এই মাস জুড়ে ॥

সংযম সদ্ভাব এ মাস শেখায়
মিলায় সবে প্রলয় রেখায়
হিংসা বিদ্বেষ দেয় ভুলিয়ে
ফিরে এসে বছর ঘুরে।

মন মননের পুনর্মিলন
এ মাসেরই অনুশীলন
পবিত্রতার মৌন আবেশ
মনোচ্ছ্বাস এই হৃদয় জুড়ে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *