গান: লক্ষ গানের শিল্পী হতে
কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: রবিউল ইসলাম ফয়সল


লক্ষ গানের শিল্পী হতে
চাই না আমি কভু
তোমার নামের একটি গানের
শিল্পী কর প্রভু
আমায় কবুল কর প্রভু ॥

দোয়েল কোয়েল ময়না শ্যামা
তোমার নামে গায়
ছোট্ট পাখি টুনটুনি দেয়
তোমার পরিচয়
তাদের মত মিষ্টি সুরে
গাইবো আমি প্রাণটা ভরে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

চাঁদ তারা আর সূর্যি মামা
সবই তোমার তরে
কলকলিয়ে বয় যে নদী
তোমার নামের সুরে
তাদের মত আপন করে
গাইবো আমি তোমায় স্মরে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *