গান: লাখ ভাইয়ের রক্তে গড়া
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

লাখ ভাইয়ের রক্তে গড়া
আমার এই দেশ
সবুজ শ্যামলের হে মমতায়
ভরা এই দেশ ॥

নদীর বুকে নৌকা চলে
গায় রে মাঝি গান
ভাটিয়ালির মধুর সুরে
জুড়ায় মন প্রাণ
এ আমার হৃদয় মাঝে বসত করা
সোনার বাংলাদেশ ॥

সোনালি ধান যখন পাকে
গন্ধে ভরে মন
সেই খুশিতে দেশের চাষী
কাটায় সুখে ক্ষণ
এ আমার হৃদয় মাঝে স্বপ্নে আঁকা
সোনার বাংলাদেশ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *