গান: দল বেঁধে সব করছে খেলা
কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: মশিউর রহমান


দল বেঁধে সব করছে খেলা গাইছে হেসে হেসে
বাড়ীর পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে ॥

দেখেন সবাই আনন্দে উচ্ছল
শুধু একটি ছেলে পথের ধারে চোখ দুটো ছল ছল
থমকে দাঁড়ান দয়ার নবী অন্তরে পান ব্যথা
প্রশ্ন করেন কাঁদছো কেন পথের কিনার ঘেঁষে ॥

যুদ্ধে আমার আব্বু শহীদ আম্মুও নেই বেঁচে
কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেচে
কেউ তো আমায় আদর করে দেয়নি আতর মেখে
আমার সাথে কেউ খেলে না লাল জামা নেই দেখে
থমকে দাঁড়ান দয়ার নবী অন্তরে পান ব্যথা
কল্পনাতে নিজের জীবন ছবি উঠে ভেসে ॥

ছোট্ট বুকে কষ্ট আহা কী যে
ভাবতে গিয়ে নবীর চোখও অশ্রুতে যায় ভিজে
আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা
রইলো না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *