গান: শিল্পী বলো কারে তুমি
কথা: হাসানুজ্জামান বকুল
সুর: এস এম মঈনুল ইসলাম


শিল্পী বলো কারে তুমি শিল্পী বলো কারে
সবচেয়ে বড় শিল্পী যিনি চিনেছো কি তারে ॥

ঢেউ গড়েছে কে তুমি বলতে পারো কি
চাঁদের টানে জোয়ার আসে সেটা জানো কি
এই কারুকাজ যার সে তো সকল কিছু পারে ॥

সূর্য দিলো দিনের আলো রাতের বেলায় চাঁদ
পায়ের নিচে জমিন দিলো মাথার উপর ছাদ
এই কুশলী যিনি তিনি সবার উপরে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *