গান: ষাট সত্তর বছরের লাগি
কথা ও সুর: আবুল কাশেম
ষাট সত্তর বছরের লাগি
করিস কত প্লান (রে মানুষ)
কোটি কোটি বছরের নাই
কোনই বাজেট প্লা
হায় হায় রে ॥
মায়ের কোলে হেসে খেলে
আসে শিশুকাল
যোগ বিয়োগ আর পূরণ ভাগে
নামে সন্ধ্যা কাল (রে মানুষ)
হায় হায় রে ॥
দমে দমে দম কমে যায়
ভেবে দেখ রে মন
দুই দিন আগে দুই দিন পরে
আসবে রে সমন।
গাড়ি বাড়ি রাজ্য জয়ে
কত পেরেশান
দশ তলা বিশ তলা প্লানিং
করিস কি সংগ্রাম (রে মানুষ)
হায় হায় রে ॥