গান: সকালের সূর্যটা কত সুন্দর
কথা ও সুর: আবু তৈয়ব মেজবাহ

সকালের সূর্যটা কত সুন্দর
আরো সুন্দর ওই ভরা জোছনা
কাননের ফুলগুলো পবনে দোলে
গন্ধে বুঝি তার নেই তুলনা ॥

কোকিলের কণ্ঠে তোমার ওই সুর
বাঁশি হয়ে বাজে যেনো আহা সুমধুর
গোলাপের সৌরভে ভ্রমরেরা ছুটে যায়
ভুলে যায় যেনো সকল ভাবনা ॥

গোধূলির রঙে তোমার ওই নূর
দেখি শুধু চোখ মেলে দূর বহুদূর
পাখিরা উড়ে যায় তোমাকেই ডেকে যায়
ধরণীর সব তোমার করুণা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *