গান: সবুজে ঘেরা বাংলাদেশ
কথা ও সুর: আবুল আলা মাসুম

সবুজে ঘেরা বাংলাদেশ
সোনালি আবীরে মোড়া
পাখ-পাখালির গানে নদীর কলতানে
খুঁজে পাই প্রাণের সাড়া ॥

পূর্বাচলের দিগন্তে তুমি স্বপ্ন রবি
অস্তাচল রাঙিয়ে হাসে তোমার ছবি
দিনান্তে ফেরা পাখিদের তুমি নিকুঞ্জ
গোধূলি সাঁঝে তুমি হৃদয় কাড়া ॥

নির্ঝরিণী ঝরে যায় বাদল দিনে
স্বপ্নপুরী সাজিয়ে দেয় কোকিলের গানে
কাশফুলেরা দোল খেয়ে যায় পুবাল হাওয়ায়
মাঝিদের গানে তুমি সুরের বীণা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *