গান: সময় হয় না তার দীনের কাজে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

সময় হয় না তার দীনের কাজে
কত যে ঝামেলা তার
সমস্যা এন্তার
প্রাণপণ ছোটাছুটি সকাল সাঁঝে ॥

দিবসের দ্বীপ জুড়ে চাকরির দায়
রাত্রির আধা-আধি যায় ব্যবসায়
ইয়া বড় সংসার ঝক্কির নেই পার
ঘুম সে পালিয়ে বাঁচে শরমে লাজে ॥

দীন কায়েমের কাজে মনে তার
সাড়া জাগে না
ক্ষতি ও ঝুঁকির পথ একদম
ভালো লাগে না ।

কতকাল কেটে গেল কত আয়োজনে
দুনিয়ার ধন-মান পদ আহরণে
তবুও হলো না তার এতটুকু ক্ষণ আর
আল্লাহর তরে শত তাড়ার মাঝে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *