গান: সাত সাগর আর তের নদী
কথা: রহমান তাওহীদ
সুর: মঈম সুমন
সাত সাগর আর তের নদী
ছাড়িয়ে এসে পেরিয়ে এসে
জন্ম আমার রূপকথারই
রাজকুমারীর এই স্বপ্নের দেশে।
এখানে শ্যামল মাঠ
সাদা নদী আঁকাবাঁকা
নানা রং ফুলগুলো স্বপ্নের পরশ মাখা
ঝর ঝর ঝর্ণারা ঝরে যায় রাত দিন
পাহাড়ের শরীর ঘেঁষে।
স্বপ্নের রং মাখা
প্রজাপতি যায় উড়ে
পাখিগুলো গান গায়
স্বপ্নের সুরে সুরে
স্বপ্নের এই দেশে দিন আসে রাত শেষে
সূর্যটা ওঠে হেসে।