গান: সেহরীর সময় হলো জাগো মুমিন
কথা ও সুর: তারিক মুনাওয়ার

সেহরীর সময় হলো জাগো মুমিন
রহমতের ভাগী হতে জাগো মুমিন
যায় রে সময় যায় বহিয়া
খোদার রহমে জীবন নাও ভরিয়া ॥

আল্লাহর ডাকে সাড়া দাও রোজাদার
জেগে ওঠো জেগে ওঠো ঘুমাইও না আর
হয়তো কভু এই শুভক্ষণ
না না আসবে না ফিরে বছর ঘুরে আর ॥

মহীয়ান এ সময় রহমতের জন্য
গরীয়ান এ সময় বরকতের জন্য
আল আরাবীর এই ঘোষণা
হাদিস শরীফে আছে দেখ পড়িয়া ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *