গান: হাতছানি দিয়ে ডাকে পাহাড় আমায়
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক
হাতছানি দিয়ে ডাকে পাহাড় আমায়
ডাকে সবুজ গহীন বন
ঝর্ণার দিকে তাই ছুটে যেতে চায়
আমার উতলা এই মন ॥
পাহাড়ের সাথে কথা বলে
দুঃখ যাতনা মুছে ফেলে
প্রকৃতির মাঝে খুঁজি নতুন জীবন
প্রভুর প্রেমে খুঁজি নতুন জীবন ॥
পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে
আকাশের পানে হাত বাড়িয়ে
ভুলে যাই হৃদয়ের দুঃখ বেদন
ভুলে যাই এ প্রাণের দুঃখ বেদন ॥