গান: হাত তুলেছি চোখের জলে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

হাত তুলেছি চোখের জলে
প্রভু তোমার দরবারে
হেরার আলো দাও বিলিয়ে
অধমের অন্তরে ॥

হেদায়েতের বৃষ্টি ঝরাও
আমার কঠিন বুকে
তোমার নূরের জ্যোতি ছড়াও
আমার দুটি চোখে
চলতে যেন পারি প্রভু
রাসূলের পথ ধরে ॥

মুস্তাকিমের পথেই যেন থাকি জীবন ভর
মুসিবতে ধৈর্য্য দিও স্বস্তিতে শোকর ॥

তোমার দয়ার নাই সীমা নাই
অসীম তোমার মায়া
মাফ করে দাও নাও কাছে নাও
এইটুকু মোর চাওয়া
ফুরালে পথ পৌঁছে দিও
জান্নাতের বন্দরে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *