গান: হৃদয় গহীনে আপন করে
কথা ও সুর: নাজমুল কবীর

হৃদয় গহীনে আপন করে
রেখেছি যার নাম
সে তো মোর প্রিয় নবী মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি সালাম ॥

তোমার আগমনে জানি
ধরা মাঝে পড়ল সাড়া
তুমি এসেছিলে বলে সবাই
হলো মাতোয়ারা
তোমায় পেয়ে তাই কুল আলমে
আসলো খুশির বান ॥

সেদিন গাইলো আকাশ বাতাস
সাগর নদী ঝর্ণাধারা
যেদিন তোমায় পেয়ে জানি
জগৎ হল পাগলপারা
খুশির জোয়ার উঠলো ভেসে
আল্লাহ তায়ালার দান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *