গান: হে আল্লাহ হে রহমান
কথা ও সুর: ইলিয়াস হোসাইন

হে আল্লাহ হে রহমান
হতে চাই শিল্পী আমি
গাইবো তোমার গুণগান ॥

আমার গানের ভাষায়
রেখো তুমি কুরআনের কথা
যে গান শুনিলে বাতিলের চোখ থেকে
ঝরবে শুধু নীরবতা
বিনিময় চাই না প্রতিদান চাই না
রহম কর মোরে দান ॥

আমার সুরের মাঝে
দাও প্রভু বেলালের সুর
যে সুর শুনিলে তাগুতের মন প্রাণ
উড়ে যায় দূর বহুদূর
খ্যাতিমান চাই না উপহার চাই না
ভালোবাসা দাও গো মহান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *