গান: হে শহীদ হে সৌভাগ্যবান
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মশিউর রহমান


হে শহীদ হে সৌভাগ্যবান
তোমরা অমর চির অম্লন
তোমাদের পথে শাহাদাত পেতে
চাই যে মোরা ঐ তিরধান ॥

তোমাদের রক্ত বৃথা যেতে পারে না
বৃথা কভু যায় না
তোমাদের কখনো ভুলে যেতে পারি না
ভোলা কভু যায় না
খোদার দুয়ারে তোমরা তো আছো
নির্বাচিত ইনসান ॥

তোমাদের রক্ত অন্যায় মানে না
মেনে নিতে পারে না
মিথ্যা পথের কভু ধার ধারে না
ধার দিতে পারে না
পবিত্র বাসনায় তোমরা করেছো
সত্যেরই আহ্বান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *