আমরা একটা নতুন সমাজ | Amra Ekta Notun Somaj 
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: সম্মিলিত
—————————–

আমরা একটা নতুন সমাজ
নতুন সমাজ চাই
সেই আবেগে সম্মিলিত
হয়েছি সবাই ॥

যে সমাজের মুক্তি সনদ
মুক্তি সনদ আল কোরআন
যে সমাজে ধনী গরিব
ধনী গরিব এক সমান
সেই সমাজের পথ দেখিয়ে
গেছেন মালেক ভাই ॥

মজলুমানের আসবে সুদিন
আসবে সুদিন সুখ শান্তি
থাকবে না আর কোন দ্বন্দ্ব
কোন দ্বন্দ্ব ভুল ভ্রান্তি
সেই সুদিনের স্বপ্ন দেখে
বিপ্লবী গান গাই ॥

হে খোদা হে কবুল করো
কবুল করো এই স্বপ্ন
দাও এগিয়ে আরো কাছে
আরো কাছে সেই লগ্ন
সেই লগ্নের জন্যে অধীর
লক্ষ সাথী ভাই ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩