মণিহার (সাইমুম-৩৭)

এই দেশ মাটির গন্ধে

গান: এই দেশ মাটির গন্ধেকথা: আজমীর আল আজমসুর: ইকবাল হুসাইন এই দেশ মাটির গন্ধেভরে যায় মন আনন্দেমনে পড়ে যায় বীর শহীদেররক্ত ঝরা সেই দিন ॥ লাখো শহীদের ত্যাগের বিনিময়েপেয়েছি রক্তিম সূর্যসোনালি ঊষার সেই মহা দানসবুজের মাঝে লাল কুঞ্জদেশের তরে এনেছি ছিনেজীবন দিয়ে ঋণ ॥ বাংলা মায়ের কত রক্তে রাঙাস্বাধীন দেশের পতাকাদেশ মাটিকে রাখতে তাজাবিবেক নাড়ায় […]

এই দেশ মাটির গন্ধে লিরিক্স এবং টিউন

মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়

গান: মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়কথা ও সুর: দিদারুল ইসলাম মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয়মাঝে মাঝে রিপুগুলো মনকে তাড়িয়ে নেয়সরল পথ থেকে বহুদূর কিনারায় ॥ চারিদিকে নগ্নতা অশ্লীল পিছুটানআমাকে ঘিরে ধরে টেনে নেয় অগণনমনকে বোঝাতে চাই মন কেন বোঝে নামালেকের সাথীরা বিপথে যায় না ॥ তবে কি হয় না পড়া কুরআন হাদিস আরবিপ্লবী

মাঝে মাঝে মনটা ছলনায় ঘিরে রয় লিরিক্স এবং টিউন

লাল সবুজের এই পতাকা

গান: লাল সবুজের এই পতাকাকথা ও সুর: মতিউর রহমান খালেদ লাল সবুজের এই পতাকাআমার মায়ের মনিহারএ মাটির মমতা হৃদয়ে জড়ানোবুকেতে স্বপ্ন অপারবাংলাদেশ তুমি আমার আশাবাংলাদেশ আমার ভালবাসাতুমি আমার অহংকার ॥ সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতিপাহাড়ি ঝর্ণার গানবয়ে চলা তটিনির বাঁকে বাঁকেকাশফুল করে আহ্বানমেঠো পথে রাখালিয়া সুরউতলা হৃদয় আমার ॥ নিলাম্বরী ওই নীল আকাশেগাঙচিল মন উড়ে

লাল সবুজের এই পতাকা লিরিক্স এবং টিউন

আল্লাহ আল্লাহ আল্লাহু

গান: আল্লাহ আল্লাহ আল্লাহুকথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী আল্লাহ আল্লাহ আল্লাহুজাল্লা জাল্লা জালালুহুতাসবীহ পড়ি তোমার নামেএকসাথে সবাই দিয়ে পাল্লাসুবহানাল্লাহ আলহামদুলিল্লাহলা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রহম সদা বয়ে বয়ে যায়ও নামের খুশবু ধরাতে ছড়ায়ধরে নাও ধরে নাও কে আছো এমনঅশেষ করুণা পেতে হয়ো না কৃপণ। তুমি বড়ই মেহেরবানদিয়েছো নেয়ামত চির অফুরানআরো তুমি দিয়েছো জ্ঞানের আলোআছে কে

আল্লাহ আল্লাহ আল্লাহু লিরিক্স এবং টিউন