গান: আজ এখানে সমবেত যারা
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন

আজ এখানে সমবেত যারা
আশেকে মুহাম্মদী ভাইয়েরা
উম্মতে মুহাম্মদী ভাইয়েরা
মুহাব্বাতের আবেগ নিয়ে একবার
সুরে সুরে দরূদ পড়
সাল্লে আলা সাল্লে আলা ॥

মা-বাপ হারা এক গরিব কিশোর
আরব মরুতে মেষ চরাত দিনভর
কেউ তো ছিল না তার কেউ তো ছিল না
সেই সে দুঃখীর আসান হলো
দোজাহানের সরদার
তারই প্রেমে দরূদ পড় ॥

সারা জাহান যখন ছিল আঁধার
পাপ-জুলুম অত্যাচারে জমিন হলো ভার
কেউ তো কোথাও নাই ওরে পথ দেখাবার
এমন সময় হেরা গুহায় দেখ
নূর জ্বলে কার।
আল্লাহর ধ্যানে নবী এক পথ পেয়ে গেল
ওরে পথহারার তরে এক পথ নিয়ে এল
গাফেল মানুষেরে এক পথ দিতে এলো
নাজাত পাবার জন্য পয়গাম নিয়ে এলো
সেই সে নবীর প্রেমে পড় ॥

চমকে গেল সবাই তখন
সেই সে বাণী শুনে
কায়েমী স্বার্থবাদীরা
সবাই প্রমাদ গোণে।

তারা বলে,
খুব সুরাত এই লোকটা এদ্দিন বেশতো ভালো ছিল
কোত্থেকে এক আল্লাহ তায়ালার বাণী নিয়ে এলো
বাপ-দাদার পথটা নাকি এবার ছাড়তে হবে
এক আল্লাহর বন্দেগীর পথ ধরতে হবে ॥

মানা যাবে না এ তো মানা যাবে না
সরদারী আর মাতবরী ভাই রাখা যাবে না
এই না ভেবে তারা কত ষড়যন্ত্র করল
ঠাট্টা বিদ্রƒপ হ্যাস্ত ন্যাস্ত করলো যেথায় পেল
পাগল বললো ভ- বললো বললো যাদুকর
অপবাদের বিষ ছড়াতে লাগিয়ে দিল চর
মারলো তারে ধরে ধরে প্রাঙ্গণে প্রাঙ্গণে
তায়েফের বালু ভিজে গেল পেয়ারা নবীর খুনে
হায় রে তায়েফবাসী তোরা লোক তো চিনলি না
আল্লাহর নবী তোদের দ্বারে
তারেও বুঝলি না হায় রে তারেও বুঝলি না ॥

এমন সময় কিছু তার সাথী জুটে গেল
দাওয়াত কবুল করে তারা জান দিতে এলো
হিজরত করে নবী তখন মদীনাতে গেল
মদীনাতে এসে নবী দীন কায়েম করল
তারই প্রেমে দরূদ পড় ॥

হায় রে নয়নেতে অশ্রু আসে দুঃখ দেখে তার
কত কষ্ট দিল তারে কাফের সরদার
ভাল কাজে বাধা দেবার লোকের অভাব নেই
ষড়যন্ত্রে উঠল মেতে কাফের সকলেই
ইহুদী আলেম যারা ধর্ম ব্যবসা করে
সেইসব শোষক যারা সমাজ শাসন করে।

পুঁজিবাদী স্বার্থবাদী জোট বাঁধে সবাই
মদীনার সেই হুকুমাতের বিনাশ করা চাই
যুদ্ধ হলো বদর ওহুদ খন্দকের প্রান্তরে
বীর মুজাহিদ তৈরি হলো মদীনারই ধারে
পঙ্গপালের মত কত কাফের ছুটে এলো
অস্ত্রের ঝনৎকারে কত ময়দান মুখর হল
দুশমনের আঘাতে নবীর দাঁত শহীদ হলো
নবীর কত প্রিয় সাথী শহীদ হয়ে গেল
সেই সে নবীর প্রেমে পড় ॥

তবু চেয়ে দেখ আহা আল্লাহর কী শান
বিনাশ হয়ে গেল যত তাগুত বেঈমান
দীনের আলো জ্বললো দ্বিগুণ দারুণ বেগে
জাহান জুড়ে পড়ল সাড়া উঠল সবাই জেগে
তাবুকের যুদ্ধে দেখ রোমান হেরে গেল
মক্কা বিজয় করে নবী ঘরে ফিরে এলো
সারা আরব জুড়ে খোদার শাসন কায়েম হলো
জালিম-জুলুম নিপাত গেল শান্তি ফিরে এলো
সারা জাহান দরূদ পড় ॥

আজ এখানে সমবেত যারা
আশেকে মুহাম্মাদী ভাইয়েরা
উম্মতে মুহাম্মাদী ভাইয়েরা
নিজকে যাচাই কর এবার
নবীর আশেক হলে পরে তারই সে পথ ধর
দীন কায়েমে যে পথ নবী দেখিয়ে গেলেন ওরে
সে পথ ধরে আজকে আবার চলতে হবে তোরে
দীন কায়েমের আন্দোলনে দীপ্ত মশাল জ্বালো
তোমার দেয়া খুনে আবার ফুটুক দীনের আলো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *