গান: তোমার নামে মধুর গানে
কথা: শরীফ আবদুল গোফরান
সুর: লিটন হাফিজ চৌধুরী


তোমার নামে মধুর গানে
হৃদয় ভরে যায়
তোমাকে পড়ে গো মনে
ভোরের হাওয়ায় ॥

আযানে আযানে কাঁপে
সুরের মিনার
এমনও মধুর কেন
পাই না কিনার
তোমার নামের সিফাত খোদা
মনটা নাড়ায় ॥

বাগানে বাগানে ফোটে
কত শত ফুল
বয়ে চলে একা নদী
পূর্ণ দু’কূল
ফুলে ফুলে দুলে দুলে
গন্ধ ছড়ায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *