গান: মা যে আমার মা জননী | Ma Je Amar Ma Jononi
কথা ও সুর: শাহাবুদ্দীন
মা যে আমার মা জননী
তুমি আমার প্রিয় মা
তোমার কোলে মাথা রেখে
জান্নাতে যাবো আমি এই কামনা ॥
দশ মাস দশ দিন গর্ভে ধারণ
প্রসবেরই যন্ত্রণাতে অসহ্য ক্রন্দন
মায়ের মতন আপন কেহ
এই ভুবনেতে কেউ হবে না ॥
হাজার কষ্ট থাকে তবু দুঃখ থাকে না
মায়ের এমন ভালোবাসার নেই তুলনা।
তুমি ছিলে আমার সুখে দুঃখে
তিলেতিলে সোহাগ ঢেলে আদর করে
তাই তো তোমার ঋণ এই ভুবনে
গায়ের চামড়ায় শোধ হবে না ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩