গান: আল কুরআনের কথা বলে
কথা ও সুর: মান্জুর মোয়াজ্জাম
আল কুরআনের কথা বলে
যারা দিল প্রাণ
তাদের পথে নাও আমাদের
ওগো মেহেরবান আল্লাহ মেহেরবান ॥
কত মায়ের সন্তানেরা গেল হারিয়ে
বলছে কেঁদে আমার মানিক দাও না ফিরিয়ে
কেন তোরা কেড়ে নিলি আমার বুকের ধন
সকাল সাঁঝে তাই তো কাঁদে
আমার দু’নয়ন ॥
জানি কেন করছে বরণ ওরা শাহাদাত
তোমার প্রতি ঈমান আনাই ছিল অপরাধ
সে অপরাধ করে যদি মোদের জীবন যায়
সফল হব তবেই মোরা সারা দুনিয়ায় ॥
আমার প্রাণের মালেক ভায়ের খুনের দরিয়া
বইছে দেখ নিরবধি সারা দুনিয়ায়
সেই দরিয়া চলে গেছে সোনার মদিনায়
রাসূল যেথা শুয়ে আছেন একা নিরালায় ॥