গান: দুই নয়ন খুলিয়া দেখ
কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
দুই নয়ন খুলিয়া দেখ
কুদরতেরই কারখানা
চন্দ্র সূর্য তারা ঘোরে
কারো সাথে কেউ ঠেকে না।
একই মাটির রসে গড়া
গাছগুলি এক হলো না
আম কাঁঠালের মিষ্টি মধুর
বিশ্বাসী চোখ দেখে তারই
রহমতেরই নিশানা
অবিশ্বাসী দেখে শুধু
জারি হলে পরওয়ানা।