গান: হরেক রকম সৃষ্টি । Horek Rokom Sristi
কথা ও সুর: মিজান আর রায়হান
হরেকরকম সৃষ্টি দেখে
মন ভরে যায় প্রভু
তোমার দেয়া নেয়ামতের
(আমি) হিসেব করিনি কভু।
লাঠিতে ভর করে হেঁটে চলা ঐ লোক
একটি পা নাই তার
আমার আছে দু’টি চলতে লাগেনা খুঁটি
সেও তো রহম তোমার।
তবুও অবুঝ মন ভাবেনা অনুক্ষণ
পথ ভুলে চলি শুধু।
পাখির কুহুতান জীবনের এই গান
কিছুই শুনেনা বধির
বোবার মনের ব্যথা বলতে না পারে কথা
শুনে সব হয়ে সে অধীর।
লাঠির ঈশারাতে চলে পথে ঘাটে
একটিও চোখ নাই তার
আমার আছে দু’টি সুখেই চলি হাঁটি
সেও তো রহম তোমার।
তবুও অবুঝ মন ভাবেনা কিছুক্ষণ
পথ ভুলে থাকি শুধু।