মুসলিম আজ ওঠো জাগো | Muslim Aj Otho Jago  
কথা: আ জ ম ওবায়দুল্লাহ
সুর: সাইফুল্লাহ মানছুর
—————————–

মুসলিম আজ ওঠো জাগো
মজলুম আজ ওঠো জাগো
সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত
হাতে রাখো ঐ হাত কাঁধেতে ঐ কাঁধ
হোক জালিমেরা আজ শংকিত ॥

যারা কেড়ে নেয় বুকের দুলাল লুটে নেয় সম্ভ্রম
ওদের বুকে হানো বেয়নেট শেষ হোক নরাধম
বলকান হতে ঝিলামের তীরে আনো আগুনের ঝড়
হায়েনার শেষ দূর্গটি যেনো না রয় অরক্ষিত ॥

বসনিয়া দেখো, দেখো ঐ কাশ্মীর
ফিলিস্তিনে দেখো আজ সংগ্রাম আজাদীর।
দিয়েছে জীবন দেয়নি তবু মুছে দিতে পরিচয়
ওরা সাহসী সংগ্রামী ওরা কারো করে না ভয়
আজ সংঘাতে সংগ্রামে এসো হোক দুশমন কম্পিত ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩