গান: আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লা | Allahu Allahu Alllahu Allah
কথা ও সুর: দিদারুল ইসলাম
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লা
তুমি খালিক তুমি মালিক
তুমি আহাদুন সামাদুন
তুমি লা শারিক আল্লা
শেষ বিচারের স্বামী তুমি, রাহমানুর রাহিম।
তুমি সৃজিলে সারা জাহান
অপরূপ রূপেতে
হাসি কান্না দুঃখ দিলে এই
রঙ্গমঞ্চ বুঝতে
সঠিক পথের দিশা দিয়ে পাঠালে ধরায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তুমি মাটির বুকে ফসল দিয়ে
করছো যে আহার দান
চন্দ্র সূর্য গ্রহ তারা দিলে
তোমার নেয়ামত অফুরান
গাছ গাছালি দিয়ে তুমি দিলে পাখির গান
গাইছে সবাই তোমারি শান।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫