গান: ফুলে পুছিনু বল ওরে ফুল | Fule Puchinu Bor Ore Ful
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
ফুলে পুছিনু বল বল ওরে ফুল
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?’
‘যাঁর রূপে উজালা দুনিয়া’ কহে গুল,
‘দিল সেই মোরে এই রূপ এ খোশবু।
আল্লাহু আল্লাহু।
‘ওরে কোকিল কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর?’
কহে কোকিল ও পাপিয়া, ‘আল্লাহ্ গফুর’
তাঁরি নাম গাহি ‘পিউ পিউ, কুহু কুহু।’
আল্লাহু আল্লাহু।
‘ওরে রবি-শশী, ওরে গ্রহ-তারা,
কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?’
কহে, ‘আমরা তাঁহারই রূপের ইশারা
মূসা বেহুঁশ হলো হেরি যে খুব্রু।’
আল্লাহু আল্লাহু।
যাঁরে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কুল-মখ্লুক যাঁহারই মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
সে নাম নিতে নিতে মরি- এই র্আজু।
আল্লাহু আল্লাহু।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫