আমি তোমার মতন আপন করে | Ami Tomar Moto Apon Kore 
কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা
—————————-

আমি তোমার মতন আপন করে আর কারে পাই বলো
হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো
আর কারে পাই বলো ॥

একটু খানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া
কাঙ্গাল এ প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া
এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো ॥

তুমি আমার প্রভু আমার ভালবাসা
আমার সুখ আমার দুঃখ আমার আলো-আশা।

সন্ধ্যা যখন দিগন্তের ঐ রেখা ধরে নামে
পাখ-পাখালির সুরটি যখন আস্তে করে থামে
তখন মৌনতারই মিহিন সুরে আমায় তুমি ডাকো ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩