শাহ জালালের শাহ মাখদুমের | Shah Jalaler Shah Mokhdumer
কথা ও সুর: আবুল কাশেম
—————————–
শাহ জালালের শাহ মাখদুমের শাহ পরানের বাংলাদেশ
শহীদ গাজী ওলী আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ ॥
এই মাটিতে জন্মেছে ভাই কত জ্ঞানী গুণী
এই দেশে লড়েছে ভাই কত বীর সেনানী
তারা দেয়নি কো মান দিয়েছে প্রাণ মুক্ত স্বাধীন রাখতে দেশ ॥
হাজী শরীয়তুল্লাহর সংগ্রামেরই ঘোষণা
তিতুমীরের বাঁশের কেল্লা বিপ্লবী এক চেতনা ॥
হযরত খান জাহান আলী পীর দরবেশ আউলিয়া
শাহ জালালের তলোয়ার ভাই জালিমেরই খুনিয়া
তারা লড়েছে ভাই অকাতরে গড়তে সোনার বাংলাদেশ ॥
#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩