এসো আল্লাহর পথে | Eso Allahor Pothe
কথা ও সুর: আবুল কাশেম
—————————–
এসো আল্লাহর পথে
এসো রাসূলের পথে
এসো জীবনের পথে করি সংগ্রাম
মানুষের মনগড়া মতবাদে ওই
শান্তির পতাকা যে হলো খান খান ॥
লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ আজ
বাঁচার জন্যে ওই তুলেছে আওয়াজ
আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট
চাই মোরা শান্তির সুখেরই রাজ
সবার মুখে ঐ একই শ্লোগান ॥
দুর্বিষহ হায় জীবন সবার
চারিদিকে শুধু আজ হাহাকার
তাই বড়ো প্রয়োজন সৎ শাসক আর
সোনার মানুষ ওই রাসূলে খোদার।
আল কোরআনের পথে গড়তে হবে
শোষণমুক্ত এক সুখী সমাজ
থাকবে না যেথা আর কোন অনিয়ম
কায়েম করবো সেই খোদারই রাজ
এসো তাই গাই মোরা জিহাদেরই গান ॥
#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩