গান: আমরা হব জুঁই চামেলি শেফালি বকুল । Amra Hobo Jui Cameli Shefali Bokul
কথা: মতিউর রহমান খালেদ
সুর: সুমন আজিজ


আমরা হব জুঁই চামেলি শেফালি বকুল
সৌরভে যার উঠবে হেসে তামাম আলম কুল ॥

আমরা হব ভোরের রবি পূর্ব দিগন্তে
আমরা হব আলোর রাহী আঁধার দিনান্তে
আমরা হব পূর্ণিমা চাঁদ লক্ষ সেতারা
রাতের আঁধার নিকষ মাঝে আলোর ফোয়ারা
হেরার আলোয় রাঙিয়ে দেবো
জীবন নদীর কূল ॥

আমরা হব সত্যবাদী সিদ্দিকে আকবর
আমরা হব বীর সেনানী হানজালা ওমর
আমরা হব মায়াজ মুয়াজ আমরা তিতুমীর
আমরা হব শাহজালালের উন্নত সমশির
আমরা হব পথহারাদের দিশারী নির্ভুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *