গান: এই তো আমার দেশ । Eito Amader Desh
কথা ও সুর: সংগ্রহ
এই তো আমার দেশ
যার রূপের নেই কোন শেষ
চোখ জুড়ানো মন ভোলানো
সোনার বাংলাদেশ ॥
দীঘির জলে শুভ্র কোমল
পাপড়ি মেলে হাসে
নদীর বুকে পাল তোলা নাও
মাটির টানে ভাসে
সবুজ সবুজ দেশ
যার রূপের নেই কোন শেষ ॥
ক্লান্ত দুপুর বটের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি
বাউল গানে মাটির টানে
এই মন উদাসী।
ধানের ক্ষেতে পুবাল হাওয়া
ঢেউয়ে ঢেউয়ে নাচে
সবুজ বরণ গ্রামটি আমার
নিত্য টানে কাছে
নকশী কাঁথার দেশ
যার রূপের নাই কোন শেষ ॥