গান: হতাম যদি মুক্ত ডানায় পাখি । Hotam Jodi Mukto Danar Pakhi
কথা: জোবায়ের হোসাইন
সুর: ইকবাল হুসাইন
হতাম যদি মুক্ত ডানায় পাখি
হারিয়ে যেতাম কোন সুদূরে
মাঠ পেরিয়ে তেপান্তরে
এই পৃথিবীর সবাইকে দিয়ে ফাঁকি ॥
ফুলের বনে গুনগুনিয়ে মৌমাছিদের খেলা
আহা গুন গুনা গুন খেলা
দূর আকাশে যাচ্ছে ভেসে সাদা মেঘের ভেলা
আহা সাদা মেঘের ভেলা
পাহাড় চিরে ঝর্ণা ছুটে
হাতছানিতে ডাকি ॥
নদীর বুকে পাল উড়িয়ে নৌকা ভেসে চলে
আহা বয়ে বয়ে চলে
অবারিত মাঠটি জুড়ে সোনার ফসল ফলে
আহা সোনালি ধান ফলে
চাঁদের হাসি বান ডেকেছে
আর কি বাঁধা থাকি ॥