গান: নামে তোমার মধু আছে | Name Tomar Modhu Ache
কথা ও সুর: সংগ্রহ
নামে তোমার মধু আছে
নামে তোমার যাদু আছে
ইয়া মুহাম্মাদ সাল্লিআলা।
ও নাম মুখে নিলে একবার
সাধ জাগে নিতে আবার
নামে তোমার নেশা আছে
ইয়া মুহাম্মাদ সাল্লিআলা।
ঐ নামেরি মধু পিয়ে
মন ভরে যায় ডাকছি সুখে
নামে তোমার খুশবু আছে
ইয়া মুহাম্মাদ সাল্লিআলা।
ঐ নামেরি এমন মায়া
মরুর বুকে শীতল ছায়া
নামে তোমার সুধা আছে
ইয়া মুহাম্মাদ সাল্লিআলা।
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯