গান: সূর্য উঠার পরে যদি । ‍Surjo Uthar pore Jodi
কথা ও সুর:- শুয়াইব বিন হাবিব

সূর্য উঠার পরে যদি ভাঙে তোমার ঘুম
ছুবহে সাদিক ভোরের পাখির পাবে না তো চুম
মুয়াযযিনের মধুর সুরে না দাও যদি সারা
দেখবে না তো নিত্য নতুন দৃশ্য নজর কাড়া
জাগুক পাখি ভাঙুক তোমার শিতল হাওয়ার ঘুম
আসসালাতু খইরুম মিনান্নাউম

রাত্রি জেগে জেগে তুমি ঘুম কেড়ো না চোখের
তাইলে রোগে ভুগতে হবে আসবে রে দিন দুখের
মনে রেখো ঘুমের জন্য রাত দিয়েছেন আল্লাহ
শান্তি পাবে হালকা হবে মনের বোঝার পাল্লা
যাওরে শুয়ে তাড়াতাড়ি জাগতে ভোরে বিছান ছাড়ি
তবেই পাবে খোদা তায়ালার নিয়ামাতের ধুম

শেষ রাত্রে যেগে উঠো থেকো না আর শুয়ে
পাক পবিত্র হয়ে পড়ো খোদার কাছে নুয়ে

রাতের শেষে খোদার পানে দাড়াও জায়নামাজে
খালেস দিলের সকল চাওয়া আসবে তোমার কাজে
কমল হৃদে মধুর সুরে পড়ো রে পাক কুরআন
জান্নাতেরই সুঘ্রাণ পাবে তৃষ্ণিত এই পরান
গভীর রাতের ইবাদাতে সয়ং খোদা থাকেন সাথে
এই রহমত পাওয়া থেকে হইয়ো না মাহরুম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *