গান: রিমঝিম ঝিম বর্ষা । Rim Jhim Jhim Borsha
কথা ও সুর:- সাইফুল আরেফিন লেলিন

রিমঝিম ঝিম বর্ষাতে
উঠোন বাড়ি স্যাতসেতে
পুকুর ডোবায় ব্যাঙের ডাক
মদন ঘুমায় ডাকিয়ে নাক।।

ইলিশ ভাজির সুগন্ধে
লাল পড়ে যায় অজান্তে
যদি হয় ব্যাড হেডেক
বাতাবি লেবু খান দুয়েক।।

সৃষ্টি ছাড়া বৃষ্টিতে
যদি পড়েন সর্দিতে
কিংবা জ্বর ও কাশিতে
মুক্তি পাবে নিশ্চিতে
সরষে তেলের সোহবতে।।

ড্রেসাপ রেডি ফুলভাই সাব
একগাদা ব্যস্ততা বাপরে বাপ
যেইনা নামে ঝুপ ঝুপ ঝাপ
ব্যস্ততা সব থাক পড়ে থাক।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *