গান: ইয়া মুহাম্মাদ মুস্তাফা সায়্যিদুন নাবী
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
ইয়া মুহাম্মাদ মুস্তাফা সায়্যিদুন নাবী
ইয়া শাফি আল মুশাফ্ফা কামলিওয়ালা আরাবী ॥
রহমাতুল্লিল আলামীন সরদারে আল কাওনাঈন
প্রাণের গভীরে তুমি নূরের রবি ॥
মানুষের সাথে তুমি বেঁধেছিলে প্রীতিডোর
এনেছিলে সাথে করে অবারিত অন্তর।
তুমি ছিলে আল আমিন খাতেমু আন নাবীয়্যীন
নিখিল ধরার তুমি প্রেমের ছবি ॥