গান: আল্লাহ নামের ডাক শুনেছি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আল্লাহ নামের ডাক শুনেছি
আমরা এলাম ছুটে
দিগবিদিকে ঝিকিমিকিয়ে
ফুলের মতো ফুটে ॥

ঘুম ভেঙ্গে তাই জেগেছে মন
পেরিয়ে এলাম বন-উপবন
সামনে এখন আলোর মিছিল
সকল আঁধার টুটে ॥

আকাশ বাতাস উতল হয়ে
আযান এলো ভেসে
বুকের ভেতর খুশির পাখি
তাই দাঁড়ালো এসে।

সামনে জাগার মিনার ওই
ঘুমিয়ে এখন কী করে রই
পরম প্রিয়ের হাতছানিতে
সিজদাতে যাই লুটে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *