গান: এই দুনিয়ায় যা আছে ভাই
কথা: আবুল হোসাইন মাহমুদ

এই দুনিয়ায় যা আছে ভাই
সব কিছু তাঁর দান
হাজার ফুলের মিষ্টি হাসি
হাজার পাখির গান ॥

চাঁদ সূর্য গ্রহ তারা
বন পাহাড় ওই সাহারা
তাঁর সে নামে তাসবিহ জপে
তাঁর নামে গায় গান ॥

জীবন জুড়ে এই মানুষদের
দিলেন পথের দিশা
তাঁর রহমে কাটলো যে ভাই
গভীর অমানিশা।

তারা পেলো জীবন বিধান
মাথার উপর নীল আসমান
পায়ের নীচে সবুজ ক্ষেতে
প্রাণ পেলো অফুরান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *