গান: আমাদের রক্ত টগবগ টগবগ করছে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আমাদের রক্ত টগবগ টগবগ করছে
আমাদের বক্ষে শপথের বৈশাখ
ঝঞ্ঝার টুটি চেপে ধরছে ॥
জালিমের বুকে বাণ হানছি
ঘুনে ধরা এ সমাজ ভাঙছি
আমাদের তাকবীরে তাগুতের বুনিয়াদ
কেঁপে কেঁপে ভেঙে ভেঙে পড়ছে ॥
মানুষের অধিকার নিয়ে যারা প্রতিদিন
ছিনিমিনি খেলছে
আমাদের সংগ্রাম তাদের স্বপ্নের
ভিত ভেঙ্গে ফেলছে।
বিষধর কালো ভুজঙ্গ
অপচল পাহাড়ের শৃঙ্গ
আমাদের যোদ্ধারা দলে পিষে অবিরাম
সরাসরি মুখোমুখি লড়ছে ॥